
শরীয়তপুরের নড়িয়া শনিবার সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের সম্প্রসারণ ও হলরুমে শুভ উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
৫ কোটি ১৭ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছে এলজিইডি। এক বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক হাজী খবিরুজ্জামান বাচ্চু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাসান সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রাঢ়ীও জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পানি সম্পদ উপমন্ত্রী নড়িয়া জাজিরা রক্ষা বাঁধ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শণ করেন। পরে তিনি ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |