Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মে দিবসে শরীয়তপুরে কৃষকদলের ব্যতিক্রম উদ্যোগ

মে দিবসে শরীয়তপুরে কৃষকদলের ব্যতিক্রম উদ্যোগ
মে দিবসে শরীয়তপুরে কৃষকদলের ব্যতিক্রম উদ্যোগ

মহান মে দিবস উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলায় কৃষকদল ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (১ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার শৌলপাড়া এলাকার কৃষকদের পাট ক্ষেতের আগাছা নিধন করলেন কৃষকদলের নেতারা।

এ সময় কেন্দ্রীয় কৃষকদলের নেতা মোক্তার আখন্দ, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুবেল আখন্দ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কানন আখন্দ, কৃষকদল নেতা রেজাউল আখন্দ, উজ্জল বেপারী, আস্রাফুল ইসলাম রিয়াজ আখন্দ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হৃদয় হোসেন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ তাজ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল মোল্লা, ছাত্রদলের ক্রিয়া সম্পাদক ইব্রাহীম মৃধা, ছাত্রনেতা আরিফ বেপারী, ছাত্রনেতা রায়হান বেপারী প্রমূখ উপস্থিত ছিলেন।

কৃষকদলের নেতা মোক্তার আখন্দ বলেন, মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় কৃষকদলের আহবায়ক শামসুজ্জামান দুদু ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাইয়ের নির্দেশে শৌলপাড়া এলাকার কৃষক মোস্তফা খলিফা, শিমল হাওলাদারসহ অন্যান্য কৃষকদের পাট ক্ষেতের আগাছা নিধন করেছি। আমাদের এলাকায় ধান না থাকায় পাট ক্ষেতের আগাছা নিধন করিেছ।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে শরীয়তপুর জেলা লকডাউন। ঘরে বন্দি হয়ে পরেছে সর্বসাধারণ । এলাকার কৃষকরা জমিতে কাজ করতে শ্রমিক পাচ্ছে না। আমরাও বেকার সময় কাটাচ্ছিলাম। তাই আমাদের এই আয়োজন। ১ মে থেকে যতদিন বাড়িতে থাকবো আমাদের কার্যক্রম চলতে থাকবে।

শৌলপাড়া এলাকার কৃষক মোস্তফা খলিফা বলেন, আমার ৬০ শতাংশ জমিতে পাট রোপন করেছি। এলাকায় শ্রমিক পাওয়া যায় না পাট ক্ষেতের আগাছা নিরাতে। না নিরালে পাট ভালো হয় না। খেতের পাট নিয়ে বেশ দুঃচিন্তায় ছিলাম। হঠাৎ কৃষকদলের নেতা-কর্মীরা এসে আমার পাট ক্ষেতের আগাছা নিধন করতে সাহায্য করেছে।