Thursday 8th May 2025
Thursday 8th May 2025

কুমিল্লায় পাওনা টাকার জেরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

কুমিল্লায় পাওনা টাকার জেরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা
কুমিল্লায় পাওনা টাকার জেরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে পাওনা ৪৫ হাজার টাকা চাওয়ার জেরে মো. শফিউল্লাহ (৩৮) নামে এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাসেল, যিনি শফিউল্লাহর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, ঘটনার পর থেকে পলাতক। পুলিশ জানায়, টাকা ফেরত নিয়ে বিরোধের জেরে রাসেল লোহার রড ও ড্রিল মেশিন ব্যবহার করে শফিউল্লাহকে হত্যা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী তাসলিমা বেগম দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। দেবিদ্বার থানা পুলিশ রাসেলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।