Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপু‌রের চাল চু‌রির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

শরীয়তপু‌রের  চাল চু‌রির অভিযোগে ইউপি  চেয়ারম্যান আটক
শরীয়তপু‌রের চাল চু‌রির অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদহোদা রতনকে ৩৫ বস্তা মৎস্য ভিজিএফ’র চালসহ আটক করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকা‌লে ওই ইউ‌নিয়‌নে জে‌লে‌দের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ শে‌ষে আৎসাতের আভি‌যোগ উঠ‌লে তা‌কে আটক ক‌রে পু‌লিশ।

‌স‌খিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ব‌লেন, সাংবাদ পে‌য়ে তা‌কে চাল সহ আটক করে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এখন তদন্ত ক‌রে পরব‌র্তি আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

এছাড়া, আজ বৃহস্পতিবার (০৭ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন ও ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।