
শরীয়তপুর স্বাস্থ্য বিধি ও নিয়মনীতি মেনে শরীয়তপুর টু মাওয়া বাস চলাচল শুরু হয়েছে। যারাই রাস্তাঘাট, দোকানপাট ও পরিবহনে চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মাস্ক পড়ছে না বরং অমান্য করছে তাদেরই জরিমানা করছে প্রশাসন।
শরীয়তপুর সদর উপজেলা অফিসার মো: মাহাবুর রহমান শেখ-এর নেতৃত্বে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফাতেমা খাতুন পালং মডেল থানা পুলিশের সহযোগিতায় সোমবার ১লা জুন রাস্তাঘাট, দোকানপাট ও পরিবহনে চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মাস্ক যারা পড়ছে না বরং অমান্য করছে, তাদের ৪ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, পূর্বে গণপরিবহন বাসে ৫৫ জন যাত্রী নেয়া হলেও এখন ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে সিটিং সার্ভিস বাস। ৬৫ টাকার ভাড়ার জায়গায় এখন নেয়া হচ্ছে ১০০ টাকা। কোর্ট বাজার বাসস্ট্যান্ড থেকে দেখা যায়, বাসের যাত্রীদের জীবাণু নাশাক স্প্রে দিয়ে হাত ধুয়ে বাসে উঠিয়ে ২ জনের সিটে বসানো হচ্ছে ১ জন করে। তিনি আরও বলেন, শরীয়তপুর বাসস্ট্যান্ডেও গণপরিবহন বাসগুলি নিয়মনীতি মেনে বাস চালাচ্ছে।
বাস স্টাফরা বলছেন, আমরা নিয়মনীতি মেনে চলছি। মানুষ বেঁচে থাকলে আমরা টাকা ইনকাম করতে পারবো। আগে যেখানে ৪৪ জন যাত্রী নিতাম এখন নিচ্ছি ২০ জন। আমরা বেকার থাকতে থাকতে আমাদের অবস্থা খুবই খারাপ। সরকার যে আইন করছে, আমরা সে আইন মেনে চলছি।
এদিকে সচেতন যাত্রীরা বলেন, জীবানু নাশক স্প্রেতে কোন মেডিসিন নেই। শুধু হাতে স্প্রে দিয়ে গাড়িতে উঠাচ্ছে। অন্যান্য জায়গা সহ ঢাকা শহরে গাড়ির ভেতর জীবাণু নাশক ছিটানো হলেও এখানে তা করছে না। এতে করে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
এছাড়া জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছে কিনা, তারা তা তদারকি করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |