Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

স্বাস্থ্যবিধি অমান্য করায় শরীয়তপুরে ১৭ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় শরীয়তপুরে ১৭ জনকে জরিমানা
শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ জরিমানা করেন । ছবি: দৈনিক রুদ্রবার্তা।

কোভিড-১৯ প্রতিরোধে সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানাসহ আশপাশের এলাকায় এবং পৌরসভার বিলাসখান, প্রেমতলা, বাসস্ট্যান্ড, পালং বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৭ জনকে মোট ৬’হাজার ২০০( ছয় হাজার দুইশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

বৃহস্পতিবার ৪ জুন বিকাল সাড়ে ৪টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ সবাইকে করোনার বিভিন্ন বিষয়ে সতর্ক করেন এবং স্বাস্থ‍্যবিধি মেনে চলার নির্দেশ দেন।