Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র শোক

সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে পানি সম্পদ উপমন্ত্রী  একেএম এনামুল হক শামীম এমপি’র শোক
সাবেক মন্ত্রী নাসিমের মৃত্যুতে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র শোক

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামীলীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, জাতীয় ৪ নেতার একজন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

উপমন্ত্রী এনামুল হক শামীম এক শোকাভিভূত স্মৃতিচারণে বলেন: মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী ছিলেন। দেশের এমন সঙ্কটে মোহাম্মদ নাসিমের মত বর্ষীয়ান নেতার অভিজ্ঞতা ও নেতৃত্ব খুব জরুরী ছিলো। দেশ ও মানুষের সেবায় নিজেকে আজীবন উৎসর্গ করেছেন এই জনদরদী রাজনীতিবিদ।

উপমন্ত্রী’র শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) শনিবার (১৩জুন) রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । তিনি ২০১৪ -২০১৮ মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ১৯৯৬-২০০১ মেয়াদে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।