
শরীয়তপুর ভেদরগঞ্জে পাথর ভর্তি ট্রাক ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে গেছে। শনিবার (২২ মে) ভোর রাতের দিকে সামনের ট্রাক ওভারটেক করতে গিয়ে পাথর ভর্তি ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুটি ট্রাক বেনাপোল বন্দর থেকে পাথর নিয়ে চিটাগাং যাচ্ছিল। পথে শরীয়তপুর-চাদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের কাশেমপুর এলাকায় পৌঁছালে পিছনের ট্রাক সামনের ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। তখন ট্রাকের সামনে নছিমন থাকায় ব্রেক চাপলে পিছনের ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার লাফিয়ে নিরাপদে নেমে যায়। পাথর বোঝায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
ডামুড্যা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, পিছনের ট্রাকটি ওভারটেক করতে গিয়ে পাথর ভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়া হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, উদ্ধার অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |