Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরার জয়নগর থেকে ১৫১ ধারায় চারজন গ্রেফতার

জাজিরার জয়নগর থেকে ১৫১ ধারায় চারজন গ্রেফতার
জাজিরার জয়নগর থেকে ১৫১ ধারায় চারজন গ্রেফতার

জাজিরা থানার এসআই অপু বড়ুয়া জরুরী ডিউটিরত অবস্থায় থাকাকালীন সময় জানতে পারেন।

জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারির প্রস্তুতি চলছে। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ইচাহাক মুন্সি ও হাকিম মুন্সির জায়গা জমি নিয়ে বিরোধ চলছে।

উভয় পক্ষ মারামরির জন্য দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে, একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। পুলিশ ফোর্স দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে ঘটনাস্থল থেকে উত্তর কেবল নগর এলাকার আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ কবির মুন্সি ও মৃত মজিদ মুন্সির ছেলে ইচাহাক মুন্সিএ

এবং জয়নগর মাদবর কান্দি এলাকার আব্দুল হামিদ মাদবরের ছেলে মোঃ জাকির মাদবর ও জয়নগর খানকান্দি এলাকার মৃত আব্দুল জলিল খানের ছেলে ওয়াসিম খাঁনকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।