
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শরীয়তপুর জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন।
শুক্রবার ৮ অক্টোবর সকাল ১০টায় পালং মডেল থানার সভা কক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন এসআই রাজিব, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, শরীয়তপুর কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক গৌরচান বনিক, শরীয়তপুর সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কিশোর দে, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত।
অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে ব্যাপক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। তাছাড়া গোয়েন্দা পুলিশের নিয়মিত টহল থাকবে। তারা নজরদারিতে রাখবেন মন্ডপ ও আশপাশের রাস্তা ও পূজার বাজার গুলোতে। কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |