
ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট বাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন তাদের একটি নতুন সেবাকেন্দ্র নিয়ে এসেছে। বুধবার সকালে তিরিঙ্গির মোর, মা প্লাজায় আনুষ্ঠানিক গ্রামীণফোন সেন্টার উদ্বোধন হয়েছে।
উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেলের মার্কেটিং প্রধান মোঃ গোলাম শরীফুদ্দিন । সার্কেল রিটেইল হেড- মোহাম্মদ শোয়েব আনসার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন, শরীয়তপুর জেলার সিনিয়র টেরিটোরি ম্যানেজার মোঃ মাজেদুর রহমান, ড্যামুডার টেরিটোরি ম্যানেজার মোঃ জাহিদ হোসেন, মাদারীপুর এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার- জনাব মোঃ সরোয়ার মুর্শেদ ও ভেদরগঞ্জ গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী মো: সোহেল মিয়া। গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর মোঃ জাহাঙ্গীর আলম বাবুল।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বাজার বনিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ মাদবর, পৌরসভার মেয়র আবুল বাসার চোকদার, সিটি ব্যাংক লিমিটেড এর মাদারীপুর এরিয়া প্রতিনিধি রিফাত হাসান, ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ এর আইসিটি প্রভাষক ইঞ্জিনিয়ার মো: শাহিন ও এলাকার জন প্রতিনিধিসহ অনান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে গ্রামীণফোন সেন্টার ভেদরগঞ্জ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |