Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর এসডিএস’র ৩০তম বার্ষিক সাধারণ সভা

শরীয়তপুর এসডিএস’র ৩০তম বার্ষিক সাধারণ সভা
শরীয়তপুর এসডিএস’র ৩০তম বার্ষিক সাধারণ সভা

শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় শরীয়তপুর জেলা এসডিএস কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

এসডিএস’র নির্বাহী পরিষদের সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। সভায় বেস্ট অফ অনার ছিলেন মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস।

এছাড়া সভায় বক্তব্য রাখেন এসডিএস’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মুজিবুর রহমান মাদবর, নিবার্হী পরিচালক রাবেয়া বেগম, পরিচালক কামরুজ্জামান বাদল, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এসডিএস’র সকল কর্মকর্তা-কর্মচারী সভায় উপস্থিত ছিলেন।
#