Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

হত্যার শিকার সাংবাদিক উৎস রহমানের মায়ের হাতে ইফতার সামগ্রী প্রদান

হত্যার শিকার সাংবাদিক উৎস রহমানের মায়ের হাতে ইফতার সামগ্রী প্রদান

২০১৬ সালে নৃশংস হত্যার শিকার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর জেলা কমিটির সদস্য সচিব নির্ভিক সাংবাদিক মশিউর রহমান উৎস’র মায়ের কাছেে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। শনিবার বিএমএসএফ রংপুর বিভাগীয় সমন্বয়কারী মহিউদ্দিন মখদুমি পুত্রহারা মায়ের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী পেয়ে খুশি প্রয়াত সাংবাদিক উৎস রহমানের পরিবার। পুত্র হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান এই বৃদ্ধা মা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সরকারের কাছে দ্রুত মামলার চার্জশীট এবং বিচারের দাবি করেন। ৩ বছর প্রায় অতিবাহিত হলেও পুলিশ মামলাটির চার্জশীট প্রদান করতে পারেননি। আমরা শংকিত। কারন এদেশে স্বাধীনতা পরবর্তী প্রায় ৩০জনের অধিক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। তার মধ্যে বেশিরভাগ মামলারই বিচার হয়নি।