Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

আংগারিয়া হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

আংগারিয়া হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ
আংগারিয়া হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

শরীয়তপুরের ঐতিহ্যবাহি আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আংগারিয়া হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক অত্র বিদ্যালয়ের ১’শ জন শিক্ষার্থীর মাঝে মশারি বিতরণ করা হয়।

রবিবার (১লা মে), সকাল ১০ টা ৩০ মিনিটে বিদ্যালয়ের অডিটোরিয়ামে মশারি বিতরণ কর্মসূচি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রব মুন্সী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সমাজে এখনও অনেক ভাল মানুষ আছে বলেই মানবিক বোধ বেঁচে আছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগকে সাধুবাদ জানাই। এ ধরণের কার্যক্রম মানুষকে মোটিভেট করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাঈদ মোল্লা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কুতি বিভাগের বিভাগীয় প্রধান অলিউর রহমান ফরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম (ভিপি সালাম), জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন হাওলাদার, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাইমেন জসিম।

উক্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন আংগারিয়া হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নোমান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃবেলায়েত হোসেন।