Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
লালবাগ থানা মহিলালীগের

সভাপতি মর্জিনা ও সাধারণ সম্পাদক ফারজানা

সভাপতি  মর্জিনা ও সাধারণ সম্পাদক ফারজানা
সভাপতি মর্জিনা ও সাধারণ সম্পাদক ফারজানা

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের আওতাধীন লালবাগ থানা মহিলা লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, মর্জিনা ফেরদৌস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নারীনেত্রী, ত্যাগী ও পরিশ্রমী নেত্রী ফালাক ফারজানা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম। এর আগে বুধবার ৪ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি অনুমোদন করা হয়।

এ দিকে, দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী এ কমিটি অনুমোদন করায় লালবাগ থানা মহিলা লীগের নবনির্বাচিত সভাপতি মর্জিনা ফেরদৌস ও সাধারণ সম্পাদক জনপ্রিয় নারীনেত্রী ফালাক ফারজানা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দকে দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ২০টি থানা মহিলা লীগের কমিটি অনুমোদন করেন। এতে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের বেশিরভাগ নেতৃবৃন্দ সুপারিশ করেন।