Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত ঢাকা বিভাগের সেরা শিক্ষা প্রতিষ্ঠান শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে ১ জানুয়ারী রোববার বই উৎসব পালিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে মাতেন। এ সময় অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী শাসমুর রহমান শামস এবং সাইফুর রহমান স্বপ্নীলের মা বলেন, বছরের প্রথম দিন আমার সন্তান নতুন বই পেয়েছে আমি খুবই আনন্দিত।

শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন মহোদয় এ সময় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আগামীতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম এগিয়ে নিতে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক- শিক্ষিকা সকলকে আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।