
স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন হাটবাজারে সচেতনতামূলক পথসভা করেছেন এসি ল্যান্ড সুজন দাশ গুপ্ত।
আজ কোদালপুর বাজারে আয়োজিত পথসভায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-মিউটেশন, অনলাইনে মৌজা ম্যাপ ও খতিয়ান পাওয়ার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এসি ল্যান্ড।
বাজারের সকল স্তরের জনগণ সভায় উপস্থিত হয়ে তাদের সমস্যা সম্পর্কে এসি ল্যান্ডকে জানান এবং এসিল্যান্ড তাদের পরামর্শ দেন।
নাসির উদ্দিন নামের এক ব্যাক্তি বলেন, আমি তো জানতামই না সামান্য খাজনা না দিলে মূল্যবান জমি খাস হয়ে যায়। এখন খাজনা অনলাইনে দেয়া যায় এটা অনেক উপকার হবে। ঢাকায় বসে আমার ছেলে আমাদের জমির খাজনা দিতে পারবে।
ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ প্রশংসনীয়। জমি জমার বিষয়ে এখন সবাই আগের চেয়ে বেশি সচেতন হবে।
এসি ল্যান্ড ল্যান্ড সুজন দাশ গুপ্ত বলেন, এখন ভূমিসেবার জন্য শুধু একটি নাম্বার মনে রাখলেই হবে। ১৬১২২ এই নাম্বারে ফোন করে যেকোন সেবা বা পরামর্শ পাওয়া যাবে ২৪ ঘন্টা ৭ দিন। সেবা নিতে ষধহফ.মড়া.নফ গেলেই পেয়ে যাবে সকল সমাধান। যেহেতু কোন ভূমি এখন থেকে নগদ টাকা নিতে পারবে না ফলে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগের দিন শেষ হবে। দেশে ভূমিসেবা সপ্তাহ জনগণের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |