Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে শীতার্তদের পাশে ‘শুভজন’

শরীয়তপুরে শীতার্তদের পাশে ‘শুভজন’
শরীয়তপুরে শীতার্তদের পাশে ‘শুভজন’

‘মানবিক মানুষ চাই’ শ্লোগানে এগিয়ে চলা শুদ্ধধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সম্মিলন ‘শুভজন’ একটি সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুভজন’র মানবিক কর্মসূচির আওতায় চলমান শীতে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে কর্মসূচি।

শুভজন’র শুভকাজের ধারাবাহিকতায় সম্প্রতি শরীয়তপুরের সদর উপজেলার রুদ্রকর নামক স্থানে বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মৃধার বাড়িতে প্রায় পাঁচ শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া, মনোহর বাজার, দক্ষিণ মধ্যপাড়া, রুদ্রকর এবং সোনামুখি এলাকার দুস্থ ও শীতার্ত প্রৌঢ় মানুষ, স্বল্প আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রচন্ড শীতে অতিকষ্টে দিনাতিপাত করা শীতার্ত মানুষেরা শীত নিবারণের জন্য কম্বল পেয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে অনাবিল খুশিতে আপ্লূত হয়। শুভজন’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তরুণ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শাহ এর প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং সিটি ব্যাংক এনএ এর সৌজন্যে এ পর্বের কম্বল বিতরণ করা হয়। শরীয়তপুরে কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজন জাতীয় নির্বাহী পর্ষদের কার্যকরি সভাপতি এবং নড়িয়া পৌরসভার মেয়র কবি হিরন্ময় আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক শহীদুল ইসলাম পাইলট। কম্বল বিতরণ কার্যক্রমে নানাভাবে আরও সহযোগিতা করেন শুভজন শরীয়তপুর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ এবং শুভজন সদস্য ফয়সাল আহমেদ সাওম প্রমূখ।