
লাইব্রেরী গুলোতে এখন কেন ছেলে মেয়েরা আসে না? আগে লাইব্রেরী শুধু জ্ঞান অর্জনের জন্য না,বিনোদনেরও একটা সম্পর্ক ছিল। আমরা উপন্যাস পড়তাম, গল্প পড়তাম। এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হয়েছে মোবাইল ফোন। সব কিছু এখানে আছে। হয়তো এই কারণেই আমরা লাইব্রেরি হতে দূরে সরে গিয়েছি।
৫ ফেব্রুয়ারী সোমবার বেলা সোয়া ১১ টায় শরীয়তপুর ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সরকারি গ্রন্থাগারে “জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪” উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমাদের এখন থেকে চিন্তা করতে হবে যে, লাইব্রেরী গুলোকে আরও কিভাবে মানুষের মাঝে জনপ্রিয় করতে পারি। মানুষ যেন এখানে স্বেচ্ছায় আসে।মানুষ যদি লাইব্রেরীতে আসার অভ্যাস তৈরি করে,তা-হলে বই পড়ার অভ্যাসটাও তৈরি হবে। শুধু ছাত্র-ছাত্রীদের বলবো না,সকল শ্রেণীর মানুষদের এখানে আসার মতো একটা পরিবেশ গড়ে তুলতে হবে। বই পড়ুক আর না পড়ুক, পত্রিকা পড়ুক! লাগে নিজেদের মাঝে একটু সময় ও কাটাক, আমরা সেই সুযোগটাও করে দিতে চাই। লাইব্রেরী গুলোকে অবশ্যই মানুষের মাঝে জনপ্রিয় করতে হবে। তিনি তার ব্যক্তিগত মত প্রকাশের পর সবাইকে অনুরোধ করে বলেন, আপনারা সপ্তাহে একদিন হলেও লাইব্রেরীতে আসবেন,এক ঘন্টা সময় হলেও লাইব্রেরীতে কাটাবেন। আমিও চেষ্টা করবো লাইব্রেরীতে আসার জন্য। আমাদের লাইব্রেরী গুলোকে বাঁচিয়ে রাখতে হবে নিজেদের স্বার্থে, আমাদের ছেলে মেয়েদের স্বার্থে,দেশের স্বার্থে। সবাইকে শুভকামনা দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
আলোচনা শেষে ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বইপাঠ প্রতিযোগিতা ও উন্মুক্ত প্রতিযোগিতায় স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারের ভূমিকা বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও প্রতিযোগিদের সাথে গ্রুপ ছবি সহ ভাষা সৈনিক গোলাম মাওলার শেষ উত্তরসূরি ডা.মোহাম্মদ গোলাম ফারুকের সাথে ছবি তুলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সরকারি কলেজের প্রফেসর মোঃ হারুন অর রশিদ,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এড.পারভেজ রহমান জন, ও প্রক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নড়িয়া ডা.মোহাম্মদ গোলাম ফারুক।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন, ভাষা সৈনিক ডা.গোলাম মাওলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌস।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |