Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

গোসাইরহাটে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ
গোসাইরহাটে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

শরীয়তপুরের গোসাইরহাট বাজারের গোডাউনে মজুদ করা ছিল ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল। অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার ১৪ মে সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজার থেকে জালগুলো জব্দ করা হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করলে দেশীয় মাছসহ মাছের পোনা হুমকিতে পড়ে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে দাসের জঙ্গল বাজারের একটি গোডাউন থেকে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলো গোসাইরহাটের পট্টি ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। জালগুলো যে গোডাউন থেকে জব্দ করা হয়েছে, ওই গোডাউন মালিকের পরিচয় জানা যায় নি।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসিবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছি। মে মাস থেকে পাঁচ দেশীয় প্রজাতির মাছের পোনা উৎপাদন হয়। এসময় চায়না দুয়ারিসহ কারেন্ট জাল দিয়ে মাছগুলো মেরে ফেলে এক শ্রেণির জেলেরা। দেশীয় মাছের পোনা রক্ষাসহ মৎস্য আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।