Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে “রাসেলস ভাইপারকে” পিটিয়ে মারলেন কৃষকেরা

ভেদরগঞ্জে “রাসেলস ভাইপারকে” পিটিয়ে মারলেন কৃষকেরা
ভেদরগঞ্জে “রাসেলস ভাইপারকে” পিটিয়ে মারলেন কৃষকেরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটায় দেখা মিলল পাঁচ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। পরে কৃষকেরা সাপটি পিটিয়ে মেরে ফেলেন। উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

চরজিংকিং এলাকার কৃষক বিল্লাল হোসেন জানান, আজ সকালে তারা কয়েকজন কৃষক চরজিংকিং এলাকায় ধান কাটতে যান। এ সময় তাঁরা চন্দ্রবোড়া সাপটি কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে অন্য কৃষকেরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলেন।

জানা যায়, গত ২০২০ সালে কাঁচিকাটায় প্রথম চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এ সাপ উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এর উপদ্রব কমলেও প্রায়ই জনতার হাতে মারা পড়ছে রাসেলস ভাইপার।

সদর হাসপাতালসহ জেলার পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত জেলায় ৮৪ জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে ৭জনকে অ্যান্টিভেনম দেওয়া হয়। অ্যান্টিভেনম দেওয়ার পর একজনের মৃত্যু হয় ও আর একজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকিদের শরীরে বিষধর সাপের বিষ না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, আগের তুলনায় সাপের উপদ্রব অনেক বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের প্রতিষেধক মজুত আছে।