
ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট কতৃক আয়োজিত ১২ দিন ব্যাপী আইজিএ ব্লক বাটিক ও পাট পন্য বিষয়ক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারী সমবায় ইনস্টিটিউট ফরিদপুর হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা রেজাউল হকের সঞ্চালনায় সমবায় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২৯ ডিসেম্বর ২০২৪ থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ১২ দিন ব্যাপী কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমবায় ইনস্টিটিউট ফরিদপুর অঞ্চলের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ১২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে, নিজেদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা তৈরি করা। বৃহৎতম ফরিদপুরের একটি বড় সম্ভবনা হচ্ছে পাট শিল্প। আমরা পাটের যে হারানো ঐতিহ্য সেটা ফিরে পেতে চাই। আমরা চাই আমাদের পন্য বাংলাদেশের প্রতিটা ঘরে অন্তত একটি পাটের পন্য পৌঁছে যাক। তার প্রেক্ষাপটই হচ্ছে আমাদের পাট পন্য বিষয়ক প্রশিক্ষণ।
সমাপনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থী সনদ প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |