
ফরিদপুর সদর উপজেলার চর কামারখালী এলাকায় একটি সামান্য ঘটনা—টর্চলাইট জ্বালানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে এক যুবক টর্চলাইট জ্বালালে তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়।
নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকা থমথমে হয়ে আছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |