Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠান ও ফলমেলা

নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠান  ও ফলমেলা
নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠান ও ফলমেলা

প্রোগ্রাম অন এগ্রিকালচার রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠান ও দিনব্যপি জাতীয় ফল মেলা শরীয়তপুরের নড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ।

নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরএর আয়োজনে নড়িয়া উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন ।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, নড়িয়া উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ চৌধুরী ।
অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস এ নড়িয়া উপজেলার ৬৯ জন কৃষকসহ সার বীজ ব্যবসায়ী, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গণমাধ্যমের কর্মী ও সুধীজন মিলে ১০০ জন অংশ নেন। কৃষির উত্তর পরিচর্যার উপর বিভিন্ন সুফল দিক তুলে ধরেন বক্তারা ।

পরে দিন ব্যপি উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে জতীয় ফল মেলায় দেশীয় নানা জাতের ফল প্রদর্শন করে পুষ্টি গুন কৃষকের কাছে তুলে ধরা হয়।