Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

৬ মে রাতে সেহরি, ৭ মে প্রথম রোজা

৬ মে রাতে সেহরি, ৭ মে প্রথম রোজা

আগামী ৭ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা। ৬ মে দিবাগত রাতে হবে সেহরি। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে।
তারা বলেছে, আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সেহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে। ওইদিন সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে। বাংলা ক্যালেন্ডারের হিসেবে রোজা শুরু হবে বৈশাখ মাসের ২৪ তারিখে। ৩০ রমজান হিসেবে চলবে জৈষ্ঠ্য মাসের ২২ তারিখ পর্যন্ত। রমজান মাস পূর্ণ ৩০ দিনের হলে অর্থাৎ রোজা ৩০ টি হলে ঈদুল ফিতর আগামী ৬ জুন হওয়ার কথা রয়েছে।