Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুরে কৃষকদেরকে বিনামূল্যে আমন ধান বীজ ও সার সরবরাহ

শরীয়তপুরে কৃষকদেরকে বিনামূল্যে আমন ধান বীজ ও সার সরবরাহ
শরীয়তপুরে কৃষকদেরকে বিনামূল্যে আমন ধান বীজ ও সার সরবরাহ

২০২০-২০২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৩০ জুন শরীয়তপুর সদর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিতরণের অংশ হিসেবে বিনামূল্যে এ আমন ধান বীজ ও সার বিতরণ-এর শুভ উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তার, সদর উপজেলা সমবায় অফিসার মো: ইমাম হোসেন, চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা, রুদ্রকর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালীসহ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের কৃষির বৈপ্লবিক উদ্দেশ্য সাধনের জন্য কৃষির এ প্রণোদনা। আজ শরীয়তপুর সদর উপজেলায় মোট ১৮০জন কৃষকের জন্য এ প্রণোদনার বরাদ্দ পাওয়া গিয়েছে। এ প্রণোদনা বিভিন্ন ইউনিয়নের মোট ১৮০ জন কৃষককে ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে আমন ধানের আবাদে উৎসাহ প্রদান করা হচ্ছে। অধিক সংখ্যক জমিতে ধান আবাদের ফলে ধানের উৎপাদন বৃদ্ধি হবে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।