Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে রবি মৌসুমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের মাঠ দিবস

ভেদরগঞ্জে রবি মৌসুমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের মাঠ দিবস
ভেদরগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম। ছবি- দৈনিক রুদ্রবার্তা

ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে পরিবেশ বান্ধব কৌশরের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর বুধবার সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়নের সরদার কান্দি গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। উপসকারী কৃষি অফিসার কায়সার আহমেদ রানার সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার রুবেল হোসেন, কৃষক মোঃ সোহেল সরকার, মিজান গাজী, জব্বার সিকদার।