Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক সমস্যা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক সমস্যা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক সমস্যা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক সমস্যা’ শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।

গত ০৭ নভেম্বর ( মঙ্গলবার ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অর্থনীতি ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোছাঃ আশিখা আক্তার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিআইআরডিএপি এর গবেষণা ডিরেক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

কর্মশালায় মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক সমস্যা’ এবং বর্তমান পরিস্থিতিসহ অর্থনীতির সাথে সম্পৃক্ত নানা বিষয় বিশদভাবে আলোচনা করেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, অর্থনীতি ক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন প্রমুখ।