
দুবাই, ১৬ ডিসেম্বর ২০২৩: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ বোলিংয়ে ভারতকে ১৮৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে আরিফুল ইসলাম ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। এছাড়াও আহরার আমিন ৪৪ রান করেন। ভারতের হয়ে মুশের খান ৫৪ ও মুরুগান অভিশেক ৫০ রান করেন।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে মারুফ মৃধা ৪ উইকেট নেন। এছাড়াও রোহানাত দৌল্লা বর্ষণ ও শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট নেন।
এই জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশের জয়ের মূল রহস্য
বাংলাদেশের এই জয়ের মূল রহস্য ছিল বোলিং। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। ৬১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। শেষদিকে মুশের খান ও মুরুগান অভিশেকের দুই ফিফটিতে সম্মানজনক স্কোরই পেয়ে যায় উদয় শাহারানের দল।
বাংলাদেশের বোলাররা দারুণ বল করে ভারতের ব্যাটারদের বিপদে ফেলেন। মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বর্ষণ ও শেখ পারভেজ জীবনের বোলিংয়ে ভারতীয় ব্যাটাররা চাপে পড়ে পড়ে রান সংগ্রহ করতে পারেনি।
আরিফুল ইসলামের দুর্দান্ত ইনিংস
বাংলাদেশের ইনিংসে আরিফুল ইসলামের দুর্দান্ত ইনিংস জয়ের পথে এগিয়ে নিয়ে যায় দলকে। ৯০ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৯৪ রান করেন তিনি। আরিফুলের ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ জয়ের পথে এগিয়ে যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |