Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। আশিকুর রহমান শিবলি ১৪৯ বলে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়াও আরিফুল ইসলাম ৫০, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ রান করেন।

২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত। মারুফ মৃধা ৩ উইকেট, রোহানাত দৌলা বর্ষণ ৩ উইকেট, ইকবাল হোসেন ইমন ২ উইকেট এবং শেখ পারভেজ জীবন ২ উইকেট নেন।

এই জয়ের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। এর আগে ২০১২ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায়।

আশিকুর রহমান শিবলির দুর্দান্ত ইনিংস এবং বোলারদের অসাধারণ পারফরম্যান্সের কারণেই এই জয় সম্ভব হয়েছে। আশিকুর রহমান শিবলি এশিয়া কাপে দুটি সেঞ্চুরি করেছেন। এছাড়াও বোলারদের মধ্যে মারুফ মৃধা ৩ ম্যাচে ১০ উইকেট এবং রোহানাত দৌলা বর্ষণ ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে দলের সাফল্যে ভূমিকা রেখেছেন।