
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ অর্পন শেষে সাংগঠনিক বৈঠকের বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, তার সাথে আর কারো তুলনা চলে না। আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছে আর জয়বাংলা ধ্বনি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এজন্য জয়বাংলাকে কোন রাজনৈতিক দলের একার নয়, এটা বাংলাদেশের সকল মানুষের। কোন রাজনৈতিক দলের-ই জয়বাংলাকে নিয়ে হিংসা করা উচিত না।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব শহিদুল ইসলাম পাইলট এ কথা বলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৩১ আগস্ট ২০১৯ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া সমাধিস্থলে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলট এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ ) এর কেন্দ্রীয় কমিটি ও জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |