Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাসিবুর রহমান মানিক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাসিবুর রহমান মানিক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
বুধবার (৯ অক্টোবর) ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সি-ফরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গমন করায় হাসিবুর রহমান মানিককে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেন।
আজ (১০ অক্টোবর বৃহস্পতিবার) হাসিবুর রহমান ডিএসসিসির নগর ভবনের মেয়র কার্যালয়ে অফিস করেন। সাঈদ খোকন মেয়র সম্মেলন উপলক্ষে প্রায় এক সপ্তাহ ডেনমার্কে অবস্থান করবেন।
এ বিষয়ে হাসিবুর রহমান মানিক বলেন, ‘মেয়র সাঈদ খোকন আমাকে যে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন তা অবশ্যই সুষ্ঠুভাবে পালন করব।’