Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে পদ্মা বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন শরীয়তপুর জেলার উদ্যোগে ‘জ্বলে উঠো শরীয়তপুর, যাবো নাকো ফরিদপুর’ ও ‘ঢাকা ছেড়ে যাবো না, ফরিদপুর মানবো না’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবং দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি শহীদ নুরুলহক হক হাওলাদারের কন্যা বিশিষ্ট নারী নেত্রী জোবায়দা হক অজন্তা, আদর্শ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট মো: আল আমিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ মিল্টন, সাংবাদিক আশিকুর রহমান (হৃদয়) সহ আদর্শ নাগরিক আন্দোলন ও শরীয়তপুর জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন শরীয়তপুরবাসী।
মানববন্ধনে সভাপতিত্ব করেনে আদর্শ নাগরিকক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও শরীয়তপুর জেলার আহবায়ক এস.এম আবুল কালাম আজাদ।