Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর আদাবর থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর আদাবর থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর আদাবর থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর আদাবর থানাধীন রিংরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ভাড়াকৃত বাসায় নিজের হেফাজতে রেখে বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১১ নভেম্বর র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর আদাবর থানাধীন রিংরোড এলাকায় একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহান ইসলাম(২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ইয়াবার সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করে। পরবর্তীতে তার নিকট হতে ২ হাজার ৩শ’ ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামী আরও জানান, সে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হইতে নিষিদ্ধ মাদক (ইয়াবা) ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।