Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সীতাকুণ্ড বিস্ফোরণ স্থলে সেনাবাহিনী মোতায়েন

সীতাকুণ্ড বিস্ফোরণ স্থলে সেনাবাহিনী মোতায়েন
সীতাকুণ্ড বিস্ফোরণ স্থলে সেনাবাহিনী মোতায়েন
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন ১২ ঘণ্টা ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও র‌্যাব-পুলিশের পাশাপাশি ডাকা হয়েছে সেনাবাহিনীকে।
আজ রোববার সকাল ১০টায় প্রায় ২’শ সদস্যের সেনাবাহিনীর একটি টিম আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই ডিপোতে থাকা আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনারে আগুন ধরে যায়। এই বিস্ফোরণে কম্পনের আওয়াজ এতটাই তীব্র ছিলো যে, আশেপাশের এলাকার অধিকাংশ বিল্ডিয়ের কাঁচের গ্লাস ভেঙে যায়। এই ঘটনায় ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত তিন শতাধিক। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।