Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন দিল ইসি
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৪৭ ইউএনওর বদলির অনুমোদন দিল ইসি

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন এলাকার ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির সুপারিশ অনুমোদন দিয়েছে কমিশন।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একইস্থানে ৬ মাসের বেশি আছেন এমন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক বছরের বেশি আছেন এমন ইউএনওকে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ পাঠায়।

ওই সুপারিশ অনুমোদন করেছে ইসি।

অতিরিক্ত সচিব বলেন, আরো ২০ জন ইউএনওর বদলির সুপারিশ কমিশনের কাছে এসেছে। এদেরও বদলির অনুমোদন দেওয়া হবে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে।

এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।