
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল করা ২৭১৬ জনের মধ্যে এক হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকা, অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করা এবং ঋণ খেলাপিসহ নানা কারণে বেশকিছু হেভিওয়েট প্রার্থীসহ ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বাতিল করা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আজ মঙ্গলবার থেকে আপিল করতে পারবেন প্রার্থীরা। এ লক্ষ্যে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশের বাম পাশে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা বুথ বসিয়েছে কমিশন।
১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একশ করে আপিল শুনানি হবে ক্রমানুসারে। আপিল আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
আপিল শুনানির জন্য প্রার্থীদের করণীয়
* আপিল আবেদন ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
* আপিল আবেদন স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) জমা দিতে হবে।
* আপিল আবেদন জমা দিতে নির্বাচন ভবনে প্রবেশের বাম পাশে ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ রয়েছে।
* আপিল আবেদন জমা দেওয়ার সময় প্রার্থী বা তার প্রতিনিধিকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
আপিলের রায়ের আবেদনপত্র প্রাপ্তির নিয়ম
* আপিলের রায়ের অনুলিপি শিডিউল অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।
* আবেদনের ভিত্তিতে আপিলের রায়ের অনুলিপি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আপিল শুনানির নিয়ম
* আপিল শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
* আপিল শুনানির জন্য প্রার্থী বা তার প্রতিনিধিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
* আপিল শুনানিতে প্রার্থী বা তার প্রতিনিধিকে আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরতে হবে।
* আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |