
বুধবার রাত থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবারও সারাদিনই বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। বৃষ্টি হওয়ায় আজ দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এটি কতটা শক্তিশালী হবে তা এখনই বলা যাচ্ছে না।
বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে নদী-নালা, খাল-বিল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়াও, বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল থাকার আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সতর্কতা অবলম্বন করা উচিত।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |