Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

বৃষ্টির ধারা অব্যাহত, চলতি মাসেই শৈত্যপ্রবাহ

বৃষ্টির ধারা অব্যাহত, চলতি মাসেই শৈত্যপ্রবাহ
বৃষ্টির ধারা অব্যাহত, চলতি মাসেই শৈত্যপ্রবাহ

বুধবার রাত থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবারও সারাদিনই বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। বৃষ্টি হওয়ায় আজ দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এটি কতটা শক্তিশালী হবে তা এখনই বলা যাচ্ছে না।

বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে নদী-নালা, খাল-বিল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়াও, বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল থাকার আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সতর্কতা অবলম্বন করা উচিত।