Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দিয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে ৪৭ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি আদেশ জারির পর নতুন করে আরও ১১০ জন ইউএনও বদলির জন্য ইসিতে প্রস্তাব পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ইসির নির্দেশনা মোতাবেক যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমান কর্মস্থলে ছয় মাস বা তার চেয়ে বেশি সময় পার করেছেন, তাদের এই বদলির তালিকায় রাখা হয়েছে।

এর আগে রাজধানীর ৫০টি থানার মধ্যে ৩৩টির ওসিকে বদলির জন্য তালিকা তৈরি করে মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারা দেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে।