Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশে পেঁয়াজের দাম বাড়ল

ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশে পেঁয়াজের দাম বাড়ল
ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশে পেঁয়াজের দাম বাড়ল

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দেশে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর প্রকাশের পরপরই দেশে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ভারতের রপ্তানি বন্ধের খবর পেয়ে ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে। কারণ দেশে পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানি পর্যাপ্ত রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টন। কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে, এ বছর দেশে প্রায় ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। কিন্তু মজুত সুবিধার অভাবে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ শতাংশ নষ্ট হয়েছে। ফলে প্রায় সাড়ে ৬ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তাই এই মুহূর্তে দেশে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, এই মুহূর্তে দেশের পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। যতবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, দেশে ঠিক ততবার অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে। এবারও একই চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পাশাপাশি নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। তাই তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হয় অসাধু চক্র ফের ভোক্তার পকেট কাটবে।

কাওরান বাজারে আসা ক্রেতা সোলাইমান হোসেন বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে সন্ধ্যার দিকে এমন খবর পাই। তখনই বুঝতে পারলাম দেশেও দাম বেড়ে যাবে। তাই দ্রুত বাজারে চলে আসলাম, কিন্তু এসে দেখি আমি আসার আগেই দাম বেড়ে গেছে। দুই রকম পেয়াজের দাম ৫০-৮০ টাকা পর্যন্ত বেড়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা দাম বাড়ানোর ব্যাপারে খুবই দক্ষ। কোন একটা ঘোষণা আসার আগেই অটোমেটিক দাম বেড়ে যায়।

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে রুস্তম আলী নামের এক বিক্রেতা বলেন, ভারত থেকে বেশি দামেই পেঁয়াজ আনতে হচ্ছে। যার কারণে আমদানি করা পেঁয়াজের দাম বেশি। আজ আবার শুনেছি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে, তাহলে তো পেঁয়াজের বাজারে আরও অস্থিরতা তৈরি হবে। তবে আগামী ১৫ দিন পরই বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে, আশা করি দেশিটার দাম তখন কমে যাবে।