Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচির ভুয়া সংবাদে সতর্কতা

এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচির ভুয়া সংবাদে সতর্কতা
এসএসসি পরীক্ষা ২০২৪ সময়সূচির ভুয়া সংবাদে সতর্কতা

 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিটি ভুয়া বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড।

গতকাল রোববার (১০ ডিসেম্বর) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষা ২০২৪–এর সময় সময়সূচি দেখা যাচ্ছে, যা ঢাকা শিক্ষা বোর্ডের ইস্যু করা বা প্রকাশিত নয়।

শিক্ষা বোর্ডের আহ্বায়ক অধ্যাপক আবুল বাশার বলেন, “এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে কোনো ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।”

এদিকে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এছাড়াও, আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।