Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে ডিবি

কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে ডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে ডিবি

কারিগরি শিক্ষা বোর্ডের সদস্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে মঙ্গলবার (২৩ এপ্রিল) জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টু রোড ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।