Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) ফ্লাইটটি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনীম।

গত ১ মে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।