শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

এমএমসি’র নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুল হাসান মঞ্জুর মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ

এমএমসি’র নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুল হাসান মঞ্জুর মৃত্যুতে বিএমএসএফ’র শোক প্রকাশ

ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু ২১ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। সারাদেশে সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার এই প্রতিষ্ঠানের কর্ণধারের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার রাতে বিএমএসএফ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, চিরকুমার বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিকরা একজন অভিভাবককে হারাল। দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠিত এমএমসি’র মাধ্যমে বৈদেশিক সহায়তায় বিশেষ করে মফস্বলের সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলেছিল। এমন এক ব্যক্তিত্বের মৃত্যুতে আমরা গভীর শোক ও তার রূহের মাগফেরাত কামনা করছি।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরার বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার রাতেই তার লাশ গ্রামের বাড়ি যশোর নিয়ে যাওয়া হয় বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন।
তাঁর লেখা গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক অসংখ্য বই বাজারে রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে পাঠ্য হিসেবে রয়েছে।


error: Content is protected !!