
শরীয়তপুরে নতুন করে আরও ৬ জনের কোভিড-১৯ ফলাফল পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত ৬ জনের যোগ হওয়ায় মোট আক্রান্ত ৩৫, মৃত্যু ০২ জন
শনিবার (০২ মে) দুপুর সাড়ে ১২ টায় শরীয়তপুর সিভিল সার্জন অফিস এক জরুরী প্রেস রিলিজের মাধ্যমে জানান যে, শরীয়তপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে শরীয়তপুর সদরের চিতলিয়া ইউনিয়নে ২টি, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৩টি ও নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের ১টি স্যাম্পলের ফলাফল কোভিড-১৯ পজিটিভ এসেছে।
এ নিয়ে মোট প্রাপ্ত পজিটিভ নতুন রোগী ০৬ জন। শরীয়তপুর জেলায় মোট কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন।
শরীয়তপুর স্বাস্থ্য প্রশাসন জেলা করোনা কন্ট্রোল রুম ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান, আক্রান্ত ব্যক্তিরা সবাই স¤প্রতি ঢাকা থেকে এসেছেন।
৬ জনই পুরুষ এবং তাদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে তিনজন এবং ২৫ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন।
এছাড়াও পুরাতন ৩ জন রোগীর ফলোআপ ফলাফল পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৭১৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৫৩১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।
###
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |