
শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডে নিজস্ব উদ্যোগে ৫’শ করোনায় ঘরবন্দী কর্মহীন অসহায়কে ঈদসামগ্রী উপহার দিলেন কাউন্সিলর আ: রাজ্জাক।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে করোনায় অসহায়দের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদসামগ্রী উপহার দেওয়া হয়।
ঈদসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, পোলার চাল, মুশুরী ডাল, মুগ ডাল, আলু, চিনি, সেমাই, লাচ্ছা সেমাই ইত্যাদি।
এ বিতরণের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ ম্যাবস্ সেক্রেটারি মো: রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, পালং মডেল থানা ওসি আসলামউদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক মোল্লা ও চিকন্দী ফুড পার্কের পরিচালক সোহাগ মোল্লাসহ অনেকে।
এ সময় মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর দুর্যোগ মুহূর্তে শরীয়তপুর পৌরসভায় পর্যাপ্ত পরিমান ত্রাণ সহায়তা দিয়েছে। যা আমি নিজে কাউন্সিলরদের মাধ্যমে আমি সকল ওয়ার্ডে পৌঁছে দিয়েছি। আজ পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর তার নিজস্ব উদ্যোগে ৫’শ কর্মহীন অসহায় পরিবারকে ঈদসামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে। যতোদিন করোনা মহামারী থাকবে ততোদিন শরীয়তপুর পৌরসভার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
কাউন্সিলর আ: রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান সাড়া দিয়ে জননেতা ইকবাল হোসেন অপুর নির্দেশনায় আজ এখানে ৫’শ জন করোনার সময় কর্মজীবী কর্মহীন অসহায় পরিবারকে ঈদ উপভোগ করতে সামান্য ঈদসামগ্রী বিতরণ করছি। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে চাল, পোলার চাল, মুশুরী ডাল, মুগ ডাল, আলু, চিনি, সেমাই, লাচ্ছা সেমাই ইত্যাদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাই এগিয়ে আসলে বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না। করোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা খাদ্যসামগ্রী বিতরণের ধারা অব্যাহত রাখবো। পরে উপস্থিত মেহমানদের ধন্যবাদ জ্ঞাপন করেন এই কাউন্সিলর।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |