মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় ও এসএসসি’৯৫ ব্যাচ-এর উদ্যোগে ঈদসামগ্রী উপহার

নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় ও এসএসসি’৯৫ ব্যাচ-এর উদ্যোগে ঈদসামগ্রী উপহার

শরীয়তপুরের নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় ও উক্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৫ ব্যাচ-এর উদ্যোগে ২’শ করোনায় ঘরবন্দী কর্মহীন অসহায় পরিবারকে ঈদসামগ্রী উপহার দিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় অসহায়দের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদসামগ্রী উপহার দেন উপমন্ত্রী।

ঈদসামগ্রীর মধ্যে রয়েছে- পোলার চাল, ডাল, আলু, চিনি, সেমাই, লাচ্ছা সেমাই ও দুধ ইত্যাদি।

এ বিতরণের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, নড়িয়া উপজেলা ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাচানুজ্জামান খোকন, নড়িয়া থানা ওসি মো: হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের উপকমিটির সহ-সম্পাদক জহিরুল ইসলাম, নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, এসএসসি’৯৫ ব্যাচের ছাত্র ও শরীয়তপুর পূবালী ব্যাংকের ম্যানেজার মো আনোয়ার হোসেন মিল্টন, ফারুক ছৈয়াল, শহীদুল শিকদার, মোস্তফা সিকদার, মাসুদ খান ও সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ।

এ সময় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ নড়িয়া পৌরসভায় শেখ হাসিনার পক্ষে ৪ হাজার ৩০০ অসহায় পরিবারকে ঈদসামগ্রী দেয়া হচ্ছে। নড়িয়া উপজেলা পরিষদের ২’শ পরিবারকে ঈদসামগ্রী দেয়া হয়েছে। এখন বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে ২’শ অসহায় পরিবারকে ঈদসামগ্রী দেয়া হলো। শেখ হাসিনা বেচে থাকলে কেউ না খেয়ে থাকবে না। পরে শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন উপমন্ত্রী। এরপর পদ্মানদী ভাঙ্গনরোধ বিষয়ে তার পরিকল্পনা ব্যক্ত করেন।


error: Content is protected !!