
শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল গ্রাম পুলিশকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার।
এরই অংশ হিসেবে অদ্য ২৪ মে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডামুড্যা থানা চত্বরে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে ডামুড্যা থানাধীন প্রায় শতাধিক গ্রাম পুলিশের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লুঙ্গি ও খাদ্য সামগ্রী উপহার প্রদান করলেন ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান রিপন।
এ সময় ওসি মেহেদী বলেন, ঈদ-উল-ফিতরের মতো বড় উৎসবকে সামনে রেখে গ্রাম পুলিশকে পুলিশ বাহিনীর সাথে তাঁদের মধ্যে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের কাছে আমাদের এই ক্ষুদ্র উপহার প্রদান করেছি। চৌকিদাররা হচ্ছে আমাদের অংশীদার, তারা আমাদেরকে দু’শ বছরের বেশি সময় ধরে সহযোগিতা করে আসছে।
তাঁরা যেন আমাদের সাথে আনন্দিত থেকে কাজ করতে পারে, এবং আনন্দ ফূর্তিতে যেন থাকতে পারে। করোনা ভাইরাসের বিস্তারের কারণে চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। তাঁরা খুবই নিম্ন আয়ের লোক, তাঁরা যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমাদের পুলিশ সুপার মহোদয় প্রায় ৬৫০ জন চৌকিদারকে এই ঈদ উপহার প্রদান করেছেন। এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লুঙ্গি, পোলার চাল, সেমাই, গুড়া দুধ, চিনি ও সাবান।
এছাড়াও করোনা ভাইরাসের প্রতিরোধ, চিকিৎসাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তাঁদেরকে সচেতন করাসহ শরীয়তপুর জেলা পুলিশ ও পুলিশ সুপারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।