
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মানুষ যখন দিশেহারা, দেশের অসংখ্য কর্মজীবী মানুষ ঘরবন্দী কর্মহীন জীবনযাপন করছে। ঠিক সেই মুহূর্তে সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলার ছাত্রলীগ নেতা-কর্মীরা এসব কর্মহীন অসহায় মানুষের পাশে তাদের সাধ্যমতো কাজ করে চলেছে। মানুষকে সচেতনতা থেকে শুরু জীবানুনাশক স্প্রে, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ ও অসহায় কৃষকের ধানকাটা সকল কাজে ছাত্রলীগ নেতা-কর্মীরা অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশনায় জেলা ছাত্রলীগের নেতৃত্বদানে যার ভূমিকা চোখে পড়ার মতো, তিনি হলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ।
রবিবার ২৪ মে ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশনায় রাশেদুজ্জামান রাশেদ নিজ উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের পাশে ঈদ-উল-ফিতরকে ভাগাভাগি করতে প্রায় ৩’শ পরিবারকে ১/২ কেজি পরিমাণ হারে গরুর মাংস বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে পৌঁছে দেন।
জানা যায়, শরীয়তপুর পৌরসভার দাসার্ত্তা, কুরাশী আশপাশের গ্রামের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের সাথে ঈদ উপভোগ করতে তার এ উপহার।
এ সময় ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান রাশেদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে আজ আমি করোনা প্রাদুর্ভাবে যারা ঘরবন্দী, তাদের ঈদ-উল-ফিতরকে একটু আনন্দ দিতে আমি প্রায় ৩’শ পরিবারকে গরুর মাংস উপহার হিসেবে দিয়েছি। এর আগে করোনার সকল কার্যক্রমে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে অসহায় পাশে থেকে সচেতনতা লিফলেট, জীবানুনাশক স্প্রে, মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ ও কৃষকের ধান কেটে দিয়েছি। এ করোনার প্রাদুর্ভাব যতোদিন থাকবে, শরীয়তপুর জেলা ছাত্রলীগের কার্যক্রম অভ্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |