
শরীয়তপুর সদর উপজেলার ১৫ জনকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সামাজিক দূরত্ব অমান্যকারীদের ৬’হাজার ৫০০টাকা জরিমানা করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ।
গতকাল ২৮ মে শরীয়তপুর সদর উপজেলায় ১৪ করোনা(কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে শনিবার ৩০ মে সকাল থেকে পালং মডেল থানা পুলিশের সহযোগিতায় ডোমসার, পালং, আড়িগাঁও বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোকানের মালিক, মটরসাইকেল আরোহী সামাজিক দূরত্ব অমান্যকারীদের এ জরিমানা করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী বলেন, আমাদের নিজেদের উদ্যোগেই সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়, এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আজকে যে অর্থদন্ড করা হচ্ছে, এটা মূলত সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে।